প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ৬:৫৫:৪৩ প্রিন্ট সংস্করণ
সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকায় একটি স্ক্র্যাপ জাহাজের মালামাল বিক্রির দোকানে বুধবার রাত পৌনে নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন ছড়িয়ে পড়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকের যান চলাচল রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত বন্ধ রাখা হয়।

স্থানীয়রা জানান,আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে।দুর্ঘটনার কারণে দোকানগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে,তবে হতাহতের খবর পাওয়া যায়নি।রাত ১২টার দিকে ঢাকামুখী লেনে সীমিতভাবে যান চলাচল শুরু হয়।













