আন্তর্জাতিক

সিরিয়ায় অবস্থানরত সৈন্যদের আশু কোনো বিপদে আশঙ্কা নেই-রাশিয়া

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ৫:০২:০২ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন,সিরিয়ায় অবস্থানরত সৈন্যদের আশু কোনো বিপদে আশঙ্কা নেই।রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,সিরিয়ায় অবস্থানরত সৈন্যরা তাদের ঘাঁটিতে পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে। তাদের এখন তেমন বিপদের আর আশঙ্কা নেই।

তাসের প্রতিবেদনে আরো বলা হয়েছে,সিরিয়ায় রাশিয়ান কূটনীতিকরা নিরাপদে আছেন।

উল্লেখ্য,স্বৈরাচার আল আসাদের মিত্র হিসেবে মস্কো সিরিয়ায় উপস্থিত হয়।২০১৫ সাল থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে সমর্থন দিয়ে এসেছে।

সূত্র : আল জাজিরা

আরও খবর

Sponsered content