আন্তর্জাতিক

সিঙ্গাপুরে দুর্নীতি তদন্তে পরিবহন মন্ত্রী গ্রেপ্তার

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২৩ , ৩:০৯:১১ প্রিন্ট সংস্করণ

0Shares

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সিঙ্গাপুরে শীর্ষ পর্যায়ের দুর্নীতি তদন্তে পরিবহন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।দেশটির ক্ষেত্রে এই ধরনের গ্রেপ্তারের ঘটনা বিরল।তদন্তে একজন বিলিয়নেয়ার হোটেল টাইকুনের নাম উঠে আসায় তাকেও গ্রেপ্তার করা হয়। সিঙ্গাপুরের দুর্নীতি দমন সংস্থা এই কথা জানিয়েছে।খবর এএফপি’র।

এই প্রথমবারের মতো এমন গ্রেপ্তারের খবর নিশ্চিত করে করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরোর (সিপিআইবি) শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলা হয়,পরিবহন মন্ত্রী এস. ইশ্বরানকে গত ১১ জুলাই গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি জামিনে মুক্তি পান।

ব্যুরো জানায়,তদন্তে নাম উঠে আসায় সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যক্তি হোটেল ব্যবসায়ী ওং বেং সেং’কে একই দিন গ্রেপ্তার করা হয় এবং পরে তিনিও জামিনে মুক্তি পান।

ব্যুরো তদন্তের বিস্তারিত প্রকাশ করেনি।বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুর বিশ্বে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত। দেশটিতে দুর্নীতি রোধে মন্ত্রীদের বেসরকারি খাতে শীর্ষ উপার্জনকারীদের মতো বেতন দেওয়া হয়।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares