জাতীয়

সার্ক’র পরবর্তী মহাসচিব গোলাম সারওয়ার

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৩ , ৪:০১:১৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ারকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পরবর্তী মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এরমধ্যে দিয়ে আঞ্চলিক সংস্থাটির শীর্ষ এই পদে তৃতীয় বাংলাদেশি হিসেবে নিয়োগ পেলেন তিনি।

সার্কের মহাসচিব হিসেবে এর আগে বাংলাদেশের কূটনীতিক আবুল আহসান এবং কিউ এ এম এ রহিম দায়িত্ব পালন করেছিলেন।তাঁদের দুজনেই চাকরিরত অবস্থায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থায় মহাসচিবের দায়িত্ব পালন করেন।

বিসিএস ১০ম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা গোলাম সারওয়ার ১৯৯০ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।তাঁর ৩৩ বছরের কূটনৈতিক জীবনে তিনি ইয়াঙ্গুন,কাঠমান্ডু,ওয়াশিংটন ডিসি ও জেদ্দায় বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি সুইডেনে রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী গোলাম সারওয়ার জার্মানিতে ডিপ্লোমা অর্জন করেছেন।তিনি যুক্তরাষ্ট্রের নিয়ার ইস্ট-সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ থেকে সিনিয়র এক্সিটিউটিভ কোর্স করেছেন।গোলাম সারওয়ারের জন্ম নোয়াখালীতে।তিনি দুই সন্তানের জনক।

আরও খবর

Sponsered content