শিক্ষা

সাবেক সচিবের ছেলের এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিল

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৪ , ৫:০২:০৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধি।।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের ছেলের উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফলাফল বাতিল করা হয়েছে।বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, নারায়ণ চন্দ্র নাথের ছেলে গত বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।ফলাফল জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে শৃঙ্খলা কমিটি সভায় সর্বসম্মতিক্রমে ফলাফল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অর্থাৎ ওই শিক্ষার্থীর সনদ, নম্বরফর্দ (একাডেমিক ট্রান্সক্রিপ্ট) বাতিল করা হয়েছে।এখন ওই শিক্ষার্থীকে আবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে হবে।

ফলাফল বাতিলের বিষয়ে অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের বক্তব্য পাওয়া যায়নি।তবে এর আগে তিনি বলেছিলেন, জালিয়াতিতে তাঁর সম্পৃক্ত থাকার বিষয়টি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট।তিনি আইনি প্রক্রিয়ায় বিষয়টির সমাধান করবেন।

নারায়ণ চন্দ্র নাথ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিবের দায়িত্ব পালন করেছেন।গত বছর সচিব থাকাকালে তাঁর ছেলে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।ফলাফল প্রকাশিত হওয়ার পর জালিয়াতির অভিযোগ ওঠে।পরে বিষয়টি নিয়ে তদন্ত করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।এর মধ্যে গত ৯ জুলাই তাঁকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে পদায়ন করা হয়।আর ২৩ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আরও খবর

Sponsered content