প্রতিনিধি ২০ জুন ২০২৫ , ৫:১০:২০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সাবেক দুই সামরিক কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।এই দলের নেতৃত্বে সামরিক বাহিনীর আরও কয়েকজন সাবেক কর্মকর্তা রয়েছেন। দলটির প্রধান উপদেষ্টা করা হয়েছে ছয় বছর আগে অনলাইনে ক্যাসিনো–কাণ্ডে গ্রেপ্তার হয়ে আলোচনায় আসা সেলিম প্রধানকে।

আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে নতুন এই দলের ঘোষণা দেওয়া হয়।দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম পড়ে শোনান জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি।
নতুন এই দলের সভাপতি হয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান।আর সাধারণ সম্পাদক পদে আছেন মেজর (অব.) মো. রাজিবুল হাসান।প্রধান উপদেষ্টা মো. সেলিম প্রধান।সিনিয়র সহসভাপতি সাঈদ আলী সিকদার,সহসভাপতি ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ইমরান,মো. আয়াজ আহমেদ, অ্যাডভোকেট নাসির উদ্দিন ও মো. বায়েজিদ।যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান,সাজ্জাদ হোসেন ইউনুস ও মো. আহসানুল্লাহ।সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) রাকিবুল হাসান ও মঞ্জুর হোসেন, সহসাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল হাসানাত, মো. জাহিদুল ইসলাম,মুশফিকুর রহিম রনি,কামরুল হাসান, আইনবিষয়ক সম্পাদক অলিদ আহমেদ,নারী ও শিশুবিষয়ক সম্পাদক আনিকা তাসনীম খান,সহসম্পাদক মৌসুমী আক্তার সুমি,শ্রমবিষয়ক সম্পাদক শাহাদাত হোসাইন,পার্বত্য চট্টগ্রামবিষয়ক সম্পাদক মেজর (অব.) শাহেদুল ইসলাম, সহসম্পাদক (সহপরিচালক) মো. জহিরুল হক, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত,আপ্যায়নবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম,সহসম্পাদক মোছা. শারমিন আক্তার মুক্তা,শিক্ষাবিষয়ক সম্পাদক মো. রাহুল আমিন, স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক সৌরভ চন্দ্র মজুমদার।
দলের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘সবার উপরে দেশ’।এ বিষয়ে দলের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান বলেন, ‘ভোটের রাজনীতি নয়,আমরা জনগণের রাজনীতি করতে এসেছি।আমরা বাংলাদেশপন্থী হতে চাই। আমরা কোনো দিল্লিপন্থী না, ্পিন্ডিপন্থী না, নিউইয়র্কপন্থী না,আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। যাঁরা আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক স্থাপন করবে,সকলেই আমাদের বন্ধু।আমরা ন্যায্যতার ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই।’
অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনূস দলের ঘোষণাপত্র পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ঐতিহাসিক ’৪৭, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ’২৪-এর গণ–অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন,ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিক আজ বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) নামের এক নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিচ্ছি।এই দল গঠনের পেছনে রয়েছে সেই বাঁধভাঙা জুলাই আন্দোলনের অনুপ্রেরণা,যেখানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একটি সুশাসনভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রায় দুই হাজার বীর শাহাদাত বরণ করেছেন ও ৩০ হাজারের বেশি আহত হয়েছেন।’
লিখিত ঘোষণাপত্রে বলা হয়,বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) হবে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। পাশাপাশি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা,বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের মূলনীতি নিয়ে সব রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার ঘোষণা দেওয়া হয়েছে।এ ছাড়া স্বাধীনতা, সার্বভৌমত্ব,আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদাভিত্তিক সম্পর্ক দলটির পররাষ্ট্রনীতি হবে বলেও জানানো হয় আত্মপ্রকাশ অনুষ্ঠানে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলা হয়,বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) শুধু একটি রাজনৈতিক দল নয়,এটি হবে নতুন রাজনৈতিক মঞ্চ; যেখানে ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতা লাভ নয়, বরং সামষ্টিক কল্যাণ,সুবিচার ও নাগরিক মর্যাদাই হবে মূল লক্ষ্য।
নতুন এই দলের নেতাদের মধ্যে অনেকের কাছে পরিচিত মুখ সেলিম প্রধান।দেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।পরে তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এর মধ্যে দুদকের একটি মামলায় চার বছরের সাজা ভোগ শেষে ২০২৪ সালে কারামুক্ত হন তিনি।
















