রাজনীতি

সাধারণ চেয়ারে বসা রাজনীতি: তারেক রহমান কি নতুন বার্তা দিচ্ছেন?

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ৪:২৮:২৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিশেষ চেয়ার ছেড়ে নিজে সাধারণ চেয়ারে বসা—আর সিনিয়র নেতাদের বসতে দেওয়া বিশেষ আসনে।রাজনীতিতে এমন দৃশ্য খুব পরিচিত নয়।কিন্তু এই ছোট্ট দৃশ্যের ভেতরেই লুকিয়ে থাকে বড় বার্তা।

তারেক রহমানের সাম্প্রতিক আচরণ ও বক্তব্যে যে পরিবর্তন চোখে পড়ছে,তা কেবল আনুষ্ঠানিক সৌজন্য নয়। কথা বলার ভঙ্গিতে আগ্রাসনের বদলে সংযম,দখলের বদলে জায়গা দেওয়ার প্রবণতা—এসব মিলিয়ে এটি যেন নেতৃত্বের এক ধরনের সচেতন অনুশীলন।

রাজনীতিতে ক্ষমতা প্রদর্শনের সবচেয়ে সহজ উপায় হলো সামনে থাকা চেয়ারটি দখল করা। কিন্তু সেই চেয়ার ছেড়ে দেওয়া অনেক সময় আরও শক্তিশালী বার্তা দেয়।এতে বোঝায়—নেতৃত্ব মানে কেবল দৃশ্যমান অবস্থান নয়,বরং অন্যদের মর্যাদা দেওয়া,অভিজ্ঞতাকে স্বীকৃতি দেওয়া।

প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে—এই পরিবর্তন কি নিছক রাজনৈতিক কৌশল,নাকি দীর্ঘ অভিজ্ঞতা ও কঠিন সময় থেকে পাওয়া উপলব্ধি? সম্ভবত দুটোরই সমন্বয়।দীর্ঘ প্রবাস, রাজনৈতিক উত্থান-পতন এবং দলের ভেতরের বাস্তবতা একজন নেতাকে নতুন করে ভাবতে শেখায়।

বর্তমান অস্থির ও অনিশ্চিত রাজনৈতিক প্রেক্ষাপটে এমন আচরণ মানুষের নজর কাড়ে।কারণ এটি চিরচেনা ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে ভিন্ন এক বার্তা দেয়—সহনশীলতার রাজনীতি, সম্মানের রাজনীতি।

এই পরিবর্তন যদি প্রতীকী আচরণে সীমাবদ্ধ না থেকে ধারাবাহিক রাজনৈতিক চর্চায় রূপ নেয়,তাহলে তারেক রহমানকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ তৈরি হবে।
সাধারণ চেয়ারে বসার এই সিদ্ধান্ত আসলেই কতটা গভীর অর্থ বহন করে—তা সময়ই বলে দেবে।তবে আপাতত এটুকু নিশ্চিত,দৃশ্যটি মানুষকে ভাবতে বাধ্য করেছে।

আরও খবর

Sponsered content