প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ১:২৬:৩৯ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি।।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপিত হয়েছে।গত মঙ্গলবার সরিষার মাড়াই মেশিনে হাত আটকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক রোগীর হাত সফলভাবে পুনঃসংযোগ (রিপ্লান্টেশন) করা হয়েছে।

প্রায় ছয় ঘণ্টাব্যাপী এই জটিল অপারেশনে নেতৃত্ব দেন হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ডা. প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মন্ডল।তাঁদের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল টিমের দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টায় অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়।
অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী,রোগী ইতোমধ্যে হাত নড়াচড়া করতে পারছেন—যা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে একটি আশাব্যঞ্জক অগ্রগতি।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম সফলভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হাত পুনঃসংযোগের অপারেশন সম্পন্ন হলো। ফলে হাসপাতালটির চিকিৎসা সক্ষমতা ও সেবার পরিসর আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী শেখ মোঃ আমিনুর রহমান।







