প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ১:২৪:১২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আদালত এখন আর স্বাধীনভাবে কাজ করছে না,দলীয়করণে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।তিনি বলেছেন,সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে আমরা আন্দোলন করেছিলাম।কিন্তু এখন দেখি আদালত বলতে কিছু নেই।সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে হাজির না হয়েও খালাস পাচ্ছে।কেউ কেউ দেশে পর্যন্ত নেই,তবুও মুক্তি পাচ্ছে।এটা কেমন বিচারালয়?’

সোমবার (২৭ অক্টোবর) রাতে বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ ফয়জুল করিম আরো বলেন,ভেবেছিলাম বৈষম্য দূর হবে,মানুষ শান্তি পাবে।কিন্তু ১৯৪৭ সালের পর থেকে যারা ক্ষমতায় এসেছে,কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারেনি।স্বাধীনতার পর থেকেও বৈষম্য থেকে মুক্তি মেলেনি।’
সৈয়দ ফয়জুল করিম দাবি করেন,চোর যদি এমপি হয়,সে চুরি করবে,এটাই স্বাভাবিক।আওয়ামী লীগকে যে চাঁদাবাজি, জুলুম ও ধর্ষণের কারণে মানুষ তাড়িয়েছে,সেইসব কর্মকাণ্ড এখনো বন্ধ হয়নি।দেশের রাজনীতিতে আদর্শের পরিবর্তন না হলে শান্তি ফিরবে না।’
আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন,যাদের হাতে খুনের রক্ত,চাঁদাবাজি আছে,তাদের কোনো নিরীহ মানুষ ভোট দেবে না।মানুষ তাদের ভোট দেবে,যাদের মাধ্যমে জান ও মালের নিরাপত্তা পাবে।এজন্য হাতপাখায় ভোট দিন,দেশে শান্তি ফিরে আসবে।’
সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুস সোবহান খান।বিশেষ অতিথি ছিলেন দলটির বরগুনা–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী,জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর,জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুল আলম,সহকারী সেক্রেটারি রেজাউল করিম আকন এবং সহ–প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ এম আহমাদুল্লাহ।
সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসাইন জিহাদী।

















