জাতীয়

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ১১:১৯:৪১ প্রিন্ট সংস্করণ

কার্ড না পেলে নির্বাচন কাভারেজ বর্জনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাভারেজে সাংবাদিকদের জন্য প্রচলিত সাংবাদিক পরিচয়পত্র (কার্ড) ও গাড়ির স্টিকার প্রদানের ব্যবস্থা পুনর্বহাল এবং নির্বাচন কমিশনের নতুন নীতিমালা সংশোধনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে ডিইউজে নেতারা অভিযোগ করেন,গণমাধ্যম সংশ্লিষ্ট কোনো সংগঠন,সাংবাদিক প্রতিনিধি বা সংবাদপত্র মালিকদের সঙ্গে আলোচনা না করেই নির্বাচন কমিশন এককভাবে একটি অনলাইন অ্যাপ চালু করেছে।ওই অ্যাপের মাধ্যমে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না।এর ফলে সারা দেশে সাংবাদিকদের পরিচয়পত্র ও স্টিকার প্রাপ্তিতে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বলেন,“নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে সহযোগিতা করার পরিবর্তে নির্বাচন কমিশন কৃত্রিম জটিলতা তৈরি করছে।আমরা আগামী রোববারের মধ্যে পূর্বের প্রচলিত নিয়ম অনুযায়ী সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহের দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন,দ্রুত এই সমস্যার সমাধান না হলে সাংবাদিক নেতারা বসে কঠোর কর্মসূচি ও পরবর্তী সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।

ব্রিফিংয়ে ডিইউজে নেতারা স্পষ্ট করে জানান,সাংবাদিকদের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত না হলে তারা নির্বাচন ও ভোট কাভারেজ বর্জনের সিদ্ধান্ত নিতে পারেন।এতে গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

নেতারা বলেন,নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্ত ও অকার্যকর প্রযুক্তিনির্ভর ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধান বের করতে হবে।

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content