শিক্ষা

সহকারী শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২২ , ১:১৬:৫৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩২ হাজার শূন্য পদের সংখ্যা বলা হলেও পদসংখ্যা বাড়িয়ে ৩৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। আগে ৩২ হাজার শিক্ষক নেয়ার কথা থাকলেও নতুন করে আরও পাঁচ হাজারের মতো পদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত শূন্য পদ ধরে এ নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন, এখন থেকে প্রতি বছর দুটি করে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।এবার প্রথম বুয়েটের সহায়তায় উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন মোট ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। আগামী ১৪ ডিসেম্বর বিকেলে প্রকাশ করা হবে নিয়োগের ফল।

আরও খবর

Sponsered content