সারাদেশ

সরিষাবাড়ীতে মহান স্বাধীনতা দিবস পালিত

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২৫ , ৭:৪৮:৫৮ প্রিন্ট সংস্করণ

মতিউর রহমান,সরিষাবাড়ী,(জামালপুর)প্রতিনিধি।।জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।২৬ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়।

নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলন,তুপধ্বনি ও সকাল ৮ টায় সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে উপজেলা নির্বাহি অফিসারের সভাপতিত্বে ২৬ মার্চ উদযাপন উপলক্ষে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুরু হয়।পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিতির পর,বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

বিজয়ের অতিথি মঞ্চে অন্যান্যের মধ্যে বীর প্রতিক বীর মুক্তিযোদ্ধা জ্বনাব আব্দুল হাকিম,সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন,বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু,এসিল্যান্ড লিজা রিছিল,কৃষি অফিসার অনূপ সিংহ,উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম,ওসি চাঁদ মিয়া,পিআইও শওকত জামিল,মৎস্য অফিসার আব্দুল্লাহ আকন্দ, শিক্ষা অফিসার মোজাম্মেল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content