খেলাধুলা

সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নিয়েছে-গল গ্ল্যাডিয়েটর্স

  প্রতিনিধি ২৩ মে ২০২৩ , ১:০৪:৫২ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইঝি লিগগুলোতে বেশ ভালো কদর রয়েছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের।সেই ধারাবাহিকতাতেই এবার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএলে) নাম লিখিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স।

লঙ্কান সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্যে জানা যায়,এবার এলপিএলের আসরে সব মিলিয়ে পাঁচটি দল অংশ নেবে। সাকিবসহ আরও কয়েকজন টাইগার ক্রিকেটারের নামও এবার তোলা হয় টুর্নামেন্টের ড্রাফটে।

এবারের এলপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন। তবে তার আগেই সবগুলো দল সরাসরি চুক্তিতে বড় তারকাদের দলে ভেড়াতে ব্যস্ত হয়ে পড়েছে।ঠিক সেভাবেই টাইগার অলরাউন্ডারকে দলে টেনেছে গল ফ্র্যাঞ্চাইঝি।

এদিকে,পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স।আফ্রিকান হার্ড হিটার ডেভিড মিলারকে দলে নিয়েছে ঝাফনা কিংস। লঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলবেন ক্যান্ডি ফেলকন্সের হয়ে।

আরও খবর

Sponsered content