অপরাধ-আইন-আদালত

সরকার পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে-আসাদুজ্জামান

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২৭:২০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন-বিগত সরকারের সময় পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল’স বিইউপি ন্যাশনাল ল ফেস্ট ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন,আন্তর্জাতিক পত্রিকায় খবর এসেছে বিগত লুটেরা দেশ থেকে প্রতিবছর ১৯ লক্ষ কোটি টাকা পাচার করেছে,যা তিন বাজেটের সমান।

তিনি বলেন,বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনও সুযোগ নেই।এই পরীক্ষা কার্যক্রম স্বচ্ছতার সাথে এগিয়ে নেয়া হচ্ছে।

ফেস্টের আয়োজকেরা জানান তাদের মূল লক্ষ্য ছিল বিইউপি ছাত্র-ছাত্রীদের পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে পারদর্শিতা বৃদ্ধির পাশাপাশি আইন চর্চা,নীতিনির্ধারণ,পাবলিক স্পিকিং এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক উন্নয়ন করা।

উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী ও ৫০ জন বিশিষ্ট বিচারক অংশগ্রহণ করেন।

 

আরও খবর

Sponsered content