প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫ , ১:৪২:৪৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সরকারি চাকরি বিধিমালা ও আইন লঙ্ঘন: সৌরভ কুমার সাহা প্রসঙ্গ

১. সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮
লঙ্ঘিত বিধানসমূহ:
বিধি ৩(খ), ৩(গ) ও ৩(ঘ)
সরকারি কর্মচারীকে—
সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে
অসৎ বা দুর্নীতিমূলক কাজে জড়ানো যাবে না
ক্ষমতার অপব্যবহার করা যাবে না
🔴 লঙ্ঘন:
ড্রাইভিং লাইসেন্স,রেজিস্ট্রেশন ও ফিটনেসে ঘুষ গ্রহণ, দালাল নিয়ন্ত্রণ এবং অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ সরাসরি এ বিধির লঙ্ঘন।
শাস্তির বিধান (বিধি ৪):
চাকরিচ্যুতি
বাধ্যতামূলক অবসর
ভবিষ্যতে সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণা
২. সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯
বিধি ৩:
সরকারি কর্মচারী এমন কোনো কাজ করতে পারবেন না যা—
সরকারি ভাবমূর্তি ক্ষুণ্ন করে
জনস্বার্থের পরিপন্থী
বিধি ১৩:
সরকারি দায়িত্ব পালনকালে—
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপঢৌকন,অর্থ বা সুবিধা গ্রহণ নিষিদ্ধ
🔴 লঙ্ঘন:
লাইসেন্স পাস করানো,রেজিস্ট্রেশন অনুমোদন ও ফিটনেস সনদের বিনিময়ে অর্থ গ্রহণ স্পষ্টভাবে আচরণ বিধিমালা লঙ্ঘন।
৩. দুর্নীতি দমন আইন, ২০০৪
ধারা ২৬:
আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন অপরাধ।
ধারা ২৭:
ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণ অপরাধ।
🔴 লঙ্ঘন:
২৭ হাজার টাকা বেতনের বিপরীতে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ সরাসরি এ ধারার আওতায় পড়ে।
শাস্তি:
সর্বোচ্চ ১০ বছর সশ্রম কারাদণ্ড
অর্থদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত
৪. মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২
ধারা ২(ভ), ৪ ও ২৩:
অবৈধ অর্থ—
আত্মীয়স্বজনের নামে সম্পদ ক্রয়
অর্থের উৎস গোপন করে বৈধ করার চেষ্টা
মানিলন্ডারিং হিসেবে গণ্য।
🔴 লঙ্ঘন:
বাবা, শ্বশুর, ড্রাইভার ও দালালের নামে গাড়ি, বাস ও সম্পদ ক্রয় মানিলন্ডারিং অপরাধের উপাদান পূরণ করে।
শাস্তি:
৪–১২ বছর কারাদণ্ড
সম্পদ বাজেয়াপ্ত
৫. দণ্ডবিধি, ১৮৬০
ধারা ১৬১ ও ১৬৫:
সরকারি কর্মচারীর ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহার।
ধারা ৪২০:
প্রতারণা ও বিশ্বাসভঙ্গ।
🔴 লঙ্ঘন:
লাইসেন্স পরীক্ষায় ফেল করিয়ে পরে ঘুষের মাধ্যমে পাস করানো এবং অনুমোদন ছাড়াই রেজিস্ট্রেশন প্রদান প্রতারণার শামিল।
৬. বিআরটিএ আইন ও প্রশাসনিক নির্দেশনা লঙ্ঘন
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ও বিধিমালা অনুযায়ী—
টাইপ অনুমোদন ছাড়া যানবাহন রেজিস্ট্রেশন সম্পূর্ণ নিষিদ্ধ
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাইসেন্স পরীক্ষা বাধ্যতামূলক
🔴 লঙ্ঘন:
টাইপ অনুমোদন ছাড়াই ১৯১টি সিএনজি রেজিস্ট্রেশন এবং প্রকৃত ম্যাজিস্ট্রেট ছাড়া বোর্ড পরিচালনা গুরুতর প্রশাসনিক অপরাধ।
—
৭. সংবিধানিক লঙ্ঘনের দিক
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ২০(২):
রাষ্ট্রীয় পদে দায়িত্ব পালনে সততা ও নৈতিকতা বাধ্যতামূলক।
🔴 লঙ্ঘন:
ব্যক্তিগত লাভের জন্য রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার সংবিধানিক আদর্শের পরিপন্থী।
আইনগত পরিণতি (সম্ভাব্য)
আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগ প্রমাণিত হলে সৌরভ কুমার সাহার ক্ষেত্রে হতে পারে—
চাকরিচ্যুতি ও সব ধরনের সরকারি সুবিধা বাতিল
অবৈধ সম্পদ বাজেয়াপ্ত
একাধিক ধারায় ফৌজদারি মামলায় দণ্ড
ভবিষ্যতে সরকারি চাকরি ও রাজনৈতিক পদে অযোগ্যতা

















