প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৫ , ৫:২৯:৩৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে–স্কেল সংক্রান্ত কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটি। পে–স্কেল বাস্তবায়নে দেরি হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন—এমন আশঙ্কা থেকেই এই তাগিদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৈঠকে উপস্থিত সূত্রের বরাতে জানা যায়,জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারীদের সংগঠন ইতোমধ্যে আলটিমেটাম দিয়েছে।দ্রুত সিদ্ধান্ত না এলে জানুয়ারিতে,নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই,তারা আন্দোলনে নামতে পারে বলে আশঙ্কা জানানো হয়।এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে পে–স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বৈঠকে বলা হয়,জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে জড়িত হতে পারে।তাই বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৪ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে। এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট ঘোষণার আল্টিমেটাম বেধে দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ।গত শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

















