ব্যবসা ও বাণিজ্য সংবাদ

সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ

  প্রতিনিধি ৪ মে ২০২৩ , ৩:৪০:১৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ভোজ্যতেল আমদানির ওপর থেকে ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় বোতলজাত সয়াবিন তেলের দাম আবারও বাড়ানো হয়েছে।প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা।তেলের এ দাম নির্ধারণ করেছে ভোজ্যতেল উৎপাদক সমিতি।আজ বৃহস্পতিবার (৪ মে) বোতলজাত সয়াবিন তেলের এ নতুন দাম কার্যকর হবে।

গত ৩০ এপ্রিল ভোজ্যতেলের আমদানিতে সরকারের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় এ দাম নির্ধারণ করেছে সংস্থাটি।নতুন দাম বৃদ্ধির পূর্বে বাণিজ্য মন্ত্রণালয়,বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন ভোজ্যতেল বিপণনকারী সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা।

নতুন মূল্য অনুযায়ী খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭৬ টাকা, বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৯৯ টাকা,পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৬০ টাকা,পাম সুপার খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content