প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৩:২৪:২৯ প্রিন্ট সংস্করণ
ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের কন্যাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।একজন প্রভাবশালী ও ক্ষমতাধর রাজনীতিকের সন্তান হয়েও তিনি কখনো আলোচনায় আসেননি—না ফেসবুক সেলিব্রিটি হিসেবে,না কোনো রাজনৈতিক বা সামাজিক প্রচারণায়।

খোঁজ নিয়ে জানা যায়,মন্ত্রী কন্যা হওয়া সত্ত্বেও তার কোনো জাঁকজমকপূর্ণ জীবনযাপনের চিহ্ন নেই।গণমাধ্যমে নেই কোনো সাক্ষাৎকার,গুগলে নেই উল্লেখযোগ্য ছবি কিংবা ব্যক্তিগত প্রচার।সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সক্রিয় উপস্থিতি চোখে পড়ে না।
বিশ্লেষকরা বলছেন,দেশের রাজনৈতিক বাস্তবতায় যেখানে বহু প্রভাবশালী রাজনীতিবিদের সন্তানদের বিরুদ্ধে দুর্নীতি,অপকর্ম ও অবৈধ সম্পদের অভিযোগ প্রায়ই আলোচনায় আসে, সেখানে সৈয়দ আশরাফুল ইসলামের কন্যার নীরব ও অনাড়ম্বর জীবনযাপন ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।
সূত্র মতে,তিনি বর্তমানে ব্যক্তিগতভাবে আর্থিকভাবে সচ্ছল নন।মা-বাবা দুজনই প্রয়াত,উল্লেখযোগ্য ব্যাংক ব্যালেন্স বা স্থায়ী আবাসনও নেই।তবুও কোনো অভিযোগ,দাবি কিংবা প্রকাশ্য আক্ষেপের ভাষা শোনা যায়নি তার কাছ থেকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,বাবার কফিনের পাশে তার অশ্রুসিক্ত নীরব উপস্থিতি অনেকের কাছে সততা ও আত্মমর্যাদার এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।প্রশ্ন উঠছে—এই নীরবতার মূল্য কি বর্তমান রাজনীতি বা রাজনৈতিক দলগুলো অনুধাবন করতে পারবে?
তারা মনে করেন,সৈয়দ আশরাফুল ইসলামের কন্যার জীবন কেবল ব্যক্তিগত গল্প নয়;এটি রাজনীতিতে সততা, দায়বদ্ধতা ও আদর্শের একটি বাস্তব উদাহরণ,যা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
















