প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ১:৪৪:২১ প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো॥দায়িত্বশীল পদে থেকে বিতর্কিত ও সংগঠন পরিপন্থি কর্মকান্ডের অভিযোগে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানকে কৈফিয়ত এবং ব্যাখ্যা তলব করে আগামী তিনদিনের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

















