সংবাদ বিজ্ঞপ্তি

শোক সংবাদ

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ৩:১৭:৪৪ প্রিন্ট সংস্করণ

শোক সংবাদ

আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে,বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বরিশাল সাংস্কৃতিক সংগ্রাম সমন্বয় পরিষদের সভাপতি,বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় আজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সকাল ৯টায় মরহুমের মরদেহ খেয়ালী গ্রুপ থিয়েটারে নেওয়া হবে,সেখানে তাঁর প্রতি নাগরিক শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ১০টায় রাষ্ট্রীয় সম্মান প্রদানের জন্য মরদেহ বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নেওয়া হবে।

পরবর্তীতে ধারাবাহিকভাবে বরিশাল জেলা আইনজীবী সমিতি ও বরিশাল প্রেসক্লাবে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর বাদ জোহর অশ্বিনী কুমার হল চত্বরে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

নামাজে জানাযা শেষে মরহুমকে ববিতা মুমিন কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নামাজে জানাযায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

আরও খবর

Sponsered content