প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ১২:৩২:২৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আজ দুপুর ১টা ৪৮ মিনিটে,ভারতে অবস্থানরত দেশরত্ন শেখ হাসিনা ঢাকার গুলশানে অবস্থিত তারেক রহমানের বাসায় টেলিফোনে কল করেন।ফোনালাপে তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সান্ত্বনা জানান।

প্রায় ৭ মিনিট ধরে চলা কথোপকথনে শেখ হাসিনা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানান।তিনি বলেন, “এই সময় কঠিন হলেও ধৈর্য ধরে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কাজে মনোযোগ দেওয়া উচিত।”
ফোনালাপে দেখা যায় যে শেখ হাসিনা ও তারেক রহমান রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও মানবিকতা ও সহমর্মিতার বিষয়ে একমত।এই ঘটনা প্রমাণ করে যে শোক ও বিপদের মুহূর্তে রাজনৈতিক পার্থক্য অগ্রাহ্য,এবং মানবিক সহানুভূতি সর্বোচ্চ মূল্যবোধের অধিকারী।
সংবাদটি প্রকাশের সঙ্গে সঙ্গে আলাদা মতমত ও পার্থক্যের মধ্যেও সহমর্মিতা এবং মানবিকতার গুরুত্ব পুনর্ব্যক্ত হলো।















