প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ২:১৭:১৮ প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি।।চাঁদপুরের জেলা প্রশাসক মো,নাজমুল ইসলাম সরকার বলেন,শীত প্রকৃতির নিয়ম কিন্তু শীতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।সমাজের অবহেলিত জনগোষ্ঠী বিশেষ করে বেদে সম্প্রদায়ের মানুষের যেন শীতে কষ্ট না পান সেই লক্ষেই আমরা তাদের পাশে এসেছি। চাঁদপুর জেলার একজন মানুষও শীতে কষ্ট পাবে – এটা আমরা চাই না।

শনিবার ২৭ ডিসেম্বর সকালে চাঁদপুর শহরের গাছতলা ব্রিজের পাশে বেদে পল্লীতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীত বস্ত্র (কম্বল) বিতরণকালে জেলা প্রশাসক এসব কথা বলেন। অর্ধশতাধিক শীতার্ত বেদে পরিবারের নারী,পুরুষ ও শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসক আরো বলেন,’সরকার শুধু নীতি নির্ধারণেই সীমাবদ্ধ নয়,মাঠ পর্যায়ে এসে মানুষের কষ্ট অনুভব করাটাই প্রশাসনের আসল কাজ।শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই উদ্যোগ সফল হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন,সদর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জামিউল হিকমা,এনডিসি মোঃ আনিসুর রহমান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গত কয়েক দিনের তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।বিশেষ করে সমাজের অবহেলিত ও নিম্ন আয়ের মানুষদের কষ্ট আরও বেড়েছে।এই শীতের তীব্রতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।
শীতবস্ত্র পেয়ে বেদে পল্লীর বাসিন্দারা জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন















