প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৫ , ৩:০৬:৪৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদানের ১২ বছর পরও কোন পদোন্নতি না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেন তারা।
শিক্ষকরা বলেন,৩২তম বিসিএস থেকে ৩৭তম বিসিএস পর্যন্ত প্রায় আড়াই হাজার কর্মকর্তা পদোন্নতির যোগ্য হলেও দীর্ঘদিন ধরে তা ঝুলে আছে।কর্মকর্তাদের অভিযোগ,দেশের দ্বিতীয় বৃহত্তম এই ক্যাডারের সদস্যরা,শুধু পদোন্নতির ক্ষেত্রে নয়, আপগ্রেডেশন,পদ সৃষ্টি ও সাত কলেজ ইস্যুসহ নানা সমস্যা ধুঁকছেন।
আগামী ১২ নভেম্বরের মধ্যে পদোন্নতির জিও জারি করা না হলে লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন প্রভাষকরা।












