শিক্ষা

শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ১২:২৯:১৩ প্রিন্ট সংস্করণ

শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়,সম্প্রতি ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় অধ্যাপক জয়নাব বিনতে হোসেনকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত হামলা চালায়।এতে তিনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন বলে অভিযোগ রয়েছে।ঘটনার পর তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিক্ষক সমাজ ও বিভিন্ন শিক্ষাবিষয়ক সংগঠনের নেতারা অভিযোগ করেছেন,শিক্ষক নির্যাতন যেন বর্তমান অবৈধ সরকার ও জামাত–বিএনপি–এনসিপির অনানুষ্ঠানিক শাসনব্যবস্থার ‘রুলস অব বিজনেস’-এ পরিণত হয়েছে। তাঁদের মতে,ভিন্নমত দমন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে শিক্ষাঙ্গনের স্বাধীন পরিবেশ বিনষ্ট করা হচ্ছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষকরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাঁরা বলেন,শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব; এই দায়িত্ব পালনে ব্যর্থতা শিক্ষাব্যবস্থাকে গভীর সংকটে ঠেলে দেবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

শিক্ষক ও নাগরিক সমাজের পক্ষ থেকে জোর দিয়ে বলা হচ্ছে—সকল অপরাধকে অবশ্যই বিচারিক প্রক্রিয়ার আওতায় আনতে হবে।অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে শিক্ষক নির্যাতনের মতো ঘটনাগুলো আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এদিকে,বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকদের নিরাপত্তা জোরদার ও ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content