প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ১০:১৪:০২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদী হত্যার মামলা সংক্রান্ত চার্জশিটে বাদিপক্ষ আপত্তি জানিয়েছেন।আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে বাদি আব্দুল্লাহ আল জাবেরের আইনজীবীরা নারাজি শুনানি করেন।

শুনানিতে তারা বলেন,একজন সাধারণ ওয়ার্ড কমিশনারের পক্ষে হাদী হত্যার পরিকল্পনা করা সম্ভব নয় এবং হত্যাকাণ্ডে দেশি-বিদেশি চক্র জড়িত।তারা অভিযোগ করেন,চার্জশিটে মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ডদের আড়াল করা হয়েছে। এছাড়া,হত্যাকাণ্ড দিনে দুপুরে সংঘটিত হলেও শুটার ও পরিকল্পনাকারী এখনও গ্রেফতার হয়নি।তারা আদালতের কাছে মামলাটি অন্য কোনও সংস্থার মাধ্যমে তদন্ত করার আবেদন জানান।
এর আগে, ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে রয়েছে,যেখানে আছে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ তার পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীরা। বাকিদের মধ্যে ছয়জন পলাতক রয়েছেন।তদন্ত কর্মকর্তা পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন।
আদালত শুনানি শেষে মামলার পরবর্তী আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
















