অপরাধ-আইন-আদালত

লোহাগাড়ায় নারী পাচারকারীর হামলায় মাদ্রাসার ছাত্রী আহত

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ৩:০২:১০ প্রিন্ট সংস্করণ

নড়াইল প্রতিনিধি।।বোম্বে যেতে রাজি না হওয়ায় তায়েবা খানম(১৫) নামে এক কিশোরীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার(২১ সেপ্টেম্বর) দুপরে নড়াইলের লোহাগড়া উপজেলার কুমোরডাংগা গ্রামে ওই কিশোরী হামলার শিকার হন। বর্তমানে আহত কিশোরী লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন। ওই কিশোরী ধলইতলা মাদ্রাসার ছাত্রী।

ইতনা ইউনিয়নের কুমোরডাংগা গ্রামের মোঃ আইব শেখ অভিযোগে জানান, আমার মেয়ে তায়েবা খানম বুধবার দুপুর ২টার দিকে গ্রামের এক আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে জয়দেব পালের বাড়ির পেছনের রাস্তায় পৌঁছালে একই গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে ইনছান শেখ ও আইয়ুব শেখের নেতৃত্বে ৭/৮ জন আমার মেয়েকে মারপিট করে। মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত মেয়েকে উদ্ধার করে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, ইনছান শেখ দীর্ঘদিন যাবত আমার মেয়েকে বোম্বে নিয়ে যাবার জন্য উত্ত্যক্ত করছিল। তায়েবা বোম্বে যেতে রাজি হয়নি তাই তাকে বেদম মারপিট করা হয়েছে। ইনছান শেখ বোম্বে নারী পাচার চক্রের সদস্য। পুলিশ তদন্ত করলে পাচারের তথ্য বেরিয়ে আসবে। এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও খবর

Sponsered content