খেলাধুলা

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন দেড় বছর

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৩ , ৯:২০:২৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন দেড় বছর পেরিয়ে গেছে।এখনো ২০২১ সালে আর্জেন্টাইন তারকার বার্সেলোনা ছাড়ার বিষয় নিয়ে আলোচনা থামেনি। কোনো অনুষ্ঠানে গেলে বা সংবাদ সম্মেলনে কথা বললে, মেসির বার্সেলোনা ছাড়ার বিষয় নিয়ে এখনো প্রশ্ন শুনতে হয় ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তাকে।

মেসি চলে যাওয়ার শুরুর দিকে লাপোর্তার মুখে মেসিকে ফিরিয়ে আনার আশ্বাস শোনা যেত।জাভি হার্নান্দেজ কোচ হয়ে ফেরার পর তাঁর কণ্ঠেও শোনা গেছে একই কথা।মেসি চলে যাওয়ার পরের সময়টা খুবই বাজে কেটেছে বার্সার। অন্যদিকে মেসিও তাঁর নতুন ক্লাবে সেভাবে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না।দুটি মিলিয়েই হয়তো বার্সার কর্মকর্তাদের কণ্ঠে অমন কথা শোনা যেত।

কিন্তু এখন যেন সুর অনেকটা পাল্টে গেছে বার্সেলোনা সভাপতির।লাপোর্তা আজ এক অনুষ্ঠানে বলেছেন,সেই সময় মেসির ক্যাম্প ন্যু ছাড়া ছিল বার্সেলোনার জন্য সবচেয়ে ভালো ব্যাপার।কীভাবে আর কেন তিনি এ কথা বলছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন লাপোর্তা।

বিশ্বকাপজয়ী মেসির চলে যাওয়ার বিষয় নিয়ে লাপোর্তা বলেছেন,আমাকে তখন ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়ের চেয়ে বার্সাকেই এগিয়ে রাখতে হয়েছে।ওই সময়টাতে আর্থিক যে সমস্যার মধ্যে আমরা ছিলাম,তাকে রাখতে পারতাম না। আমি মনে করি,যা হয়েছে,সেটা ক্লাবের জন্য সবচেয়ে ভালো ব্যাপার ছিল।সে এখন পিএসজির খেলোয়াড় এবং আমি তাকে নিয়ে এখন আর কথা বলতে চাই না।’

বর্তমান সময় নিয়ে লাপোর্তা বলেছেন,আমরা এখন বার্সেলোনার বিষয়েই মনোযোগ দিতে চাই।লিও সব সময়ই আমাদের জেতা শিরোপার অংশ থাকবে।নিশ্চয়ই এখানে তার শেষটা অন্য রকম দেখতে চাইতাম।আমাদের সম্পর্ক এখনো আছে।’

আরও খবর

Sponsered content