প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ৪:৫৯:১৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।গণ–অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। লন্ডন থেকে আসা এই পাঁচ নেতার মধ্যে রয়েছেন সভাপতি জালাল উদ্দীন,সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী এবং যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। তারা ২১ জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং এক সপ্তাহের সফরের পর ২৬ জানুয়ারি লন্ডনে ফিরে যান।

নাম প্রকাশ না করার শর্তে একটি প্রতিনিধি দল জানান, সাক্ষাৎটি কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত হয়।মোবাইল এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না।নিরাপত্তা যাচাই শেষে নেতাদের নিরাপত্তা বাহিনীর গাড়িতে শেখ হাসিনার বাসায় নেওয়া হয়।
সাক্ষাতের সময় তারা প্রায় পাঁচ ঘণ্টা ছিলেন।নেতারা বলেন, শেখ হাসিনা আত্মবিশ্বাসী ও দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং শারীরিকভাবে সুস্থ মনে হচ্ছিল,যদিও সামান্য ওজন কমে গেছে।ভারত সরকার তাকে দিল্লিতে সুসজ্জিত প্রাসাদে উচ্চ মর্যাদার সঙ্গে রেখেছে,নিরাপত্তা ব্যবস্থা বহু স্তরে বিস্তৃত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত লন্ডন থেকে গিয়ে তাঁর সঙ্গে অবস্থান করেন।
২০২৪ সালের ৫ আগস্ট দেশ ত্যাগের পর থেকে শেখ হাসিনা বিভিন্ন সময়ে বিবৃতি দিয়েছেন। ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে তাঁর রেকর্ডকৃত অডিও বক্তব্য প্রথমবার প্রদর্শন করা হয়। তবে এখনো তিনি প্রকাশ্যে দেখা দেননি,ভিডিও কনফারেন্স বা কলেও দেখা যায়নি।শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি বলেছেন,মা রাজনীতি থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছেন এবং দেশে ফিরে অবসর নিতে চান।
গণ–অভ্যুত্থানের আগে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশ শাসনকালে শেখ হাসিনা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় ছিলেন।এই সময়ে গুম,বিচারবহির্ভূত হত্যা এবং ভিন্ন মতাবলম্বীদের দমনসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। ২০২৪ সালের জুলাই–আগস্টে সরকারবিরোধী আন্দোলন দমনে অতিরিক্ত বলপ্রয়োগে প্রায় এক হাজার চারশ মানুষ নিহত হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছে।বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে,তবে ভারতের পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

















