জাতীয়

র‍্যাব পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে-সরকার

  প্রতিনিধি ১২ মে ২০২৫ , ৬:১৫:১৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।র‍্যাব পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। র‍্যাবের নাম,পোশাক পরিবর্তনসহ সার্বিক বিষয়ে সুপারিশ দিতে একজন উপদেষ্টাসহ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,র‍্যাব কী নামে হবে,এই নাম থাকবে কি না,এই পোশাক কিংবা সবকিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি,তারা কোঅপ্ট করে সদস্য বাড়াতে পারবে।

উপদেষ্টা আরও বলেন,পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। যেগুলো রয়েছে সেগুলো জমা দিতে হবে।মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। তবে পুলিশের কাছে রাইফেল থাকবে বলে জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই পরিপ্রেক্ষিতে ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে পুলিশ,র‍্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাকের অনুমোদন দেওয়া হয়। সে সময় বলা হয়, সম্পূর্ণ কালো রঙের পরিবর্তে ‘গ্রিন অলিভ’ রঙের পোশাক পাচ্ছে র‍্যাব।

পরে ১৯ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন,র‍্যাবের নাম পরিবর্তনসহ বাহিনীটি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে।আগামী সভায় নাম চূড়ান্ত হতে পারে। কী নাম হতে পারে,সে বিষয়টি এখনো আলোচনায় রয়েছে।

আরও খবর

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কর্মরত নেই-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

ডিসি ফিটলিস্টে নাম থাকলেই যদি তারা মনে করেন ডিসি হয়ে গেছেন,এটা ঠিক নয়-এম এ আকমল হোসেন আজাদ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক প্রয়োজন-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নের জন্য রুশ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছেন -পররাষ্ট্র সচিব,জসীম উদ্দিন

ভিসানীতি প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র রক্ষা কতটুক যৌক্তিক কিংবা কার্যকর?

Sponsered content