জাতীয়

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অসাধারণ উদারতা দেখিয়েছেন-জাতিসংঘের মহাসচিব

  প্রতিনিধি ১৬ মার্চ ২০২৫ , ৫:২৪:২৭ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন,কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদারতার পরিচয় দেখিয়েছেতা সত্যিই অসাধারণ।দুর্ভাগ্যবশত বিশ্বজুড়ে অনেক সীমান্তই বন্ধ।আপনারা যে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন,তা অনুসরণ করা উচিত।’

গতকাল শনিবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাঁর সম্মানে আয়োজিত প্রধান উপদেষ্টার ইফতার পার্টিতে তিনি এ কথা বলেন।

কক্সবাজার এবং এর আশপাশের এলাকায় সমাজ,অর্থনীতি ও পরিবেশের ওপর নাটকীয় প্রভাব সত্ত্বেও ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।এই অসাধারণ উদারতার জন্য গুতেরেস বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতিসংঘ প্রধান বলেন,বাংলাদেশে রোহিঙ্গারা যে আতিথেয়তার সুবিধা পাচ্ছেন,তাদের জীবনে এর অন্য কোনো বিকল্প ছিল না।বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে গুতেরেস বলেন,এটি দেশটিকে বিশ্বের অন্যতম নিখুঁত গণতন্ত্রে পরিণত করতে সাহায্য করবে।’

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন,আপনাদের আশীর্বাদ আমাদের প্রয়োজন।বিশেষ করে একটি বিষয় মোকাবেলা করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।তা হলো ভুয়া তথ্য,যা আমাদের হত্যা করছে।’

জাতিসংঘ প্রধানের বাংলাদেশ সফর সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন,এই সফর জাতির জন্য আনন্দ বয়ে এনেছে।আমরা রমজানের মাঝামাঝি সময় পার করছি।কিন্তু আপনার সফরের কারণে এবার ঈদের আনন্দ আগেই বিরাজ করছে।আপনি আপনার সফর দিয়ে আমাদের ঈদ আনন্দের সূচনা করেছেন।’

0Shares

আরও খবর

বিশেষ পরিস্থিতিতে কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল-পররাষ্ট্রমন্ত্রী,আব্দুল মোমেন

এবার ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামের বাসস্ট্যান্ডের নামকরণ করা হয়েছে বাংলাদেশের নামে

বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর এবং তাদের সমর্থনে সব প্রয়াস গ্রহণের আহ্বান জানান-পররাষ্ট্রমন্ত্রী,ড. হাছান মাহমুদ

এনএলডিসি তাদের কার্যালয়ে বসেই সব বিদ্যুৎকেন্দ্র স্কাডার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে না

কারও প্রতি কোনো অন্যায় হবে না-এটা আমরা নিশ্চিত করব-আইজিপি,চৌধুরী আবদুল্লাহ আল মামুন

৩৫ হাজার টাকা ভাতা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন-ট্রেইনি চিকিৎসকরা

Sponsered content

0 Shares