অপরাধ-আইন-আদালত

রাত ১২টার পর শুরু হয় নোংরা কলস, প্রাঙ্ক কলস-অধ্যাপক সায়মা ফেরদৌস

  প্রতিনিধি ২০ জুন ২০২৫ , ৬:৫৩:৩৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক সায়মা ফেরদৌস বলেন,আমি এখন রাতে মোবাইল বন্ধ রাখতে বাধ্য হই।রাত ১২টার পর শুরু হয় নোংরা কলস, প্রাঙ্ক কলস।শিক্ষক হিসেবে অর্জিত সম্মানটুকু নিয়েও হেনস্তা করা হয়েছে।

সম্প্রতি স্যোশাল মিডিয়া ব্যবহার নিয়ে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন,কেউ যদি আওয়াজ তোলে এবং তার বিরুদ্ধে যদি এই ধরনের হেনস্তার ঘটনা হয়,তাহলে রাষ্ট্রের ভূমিকা কী হবে? ‘এখনও নারীদের রাজনীতিতে আসতে হলে গায়ের চামড়া মোটা করতে হচ্ছে।এটা কোনো সমাধান হতে পারে না। রাজনীতিতে প্রমিজিং অনেক মানুষ ছিল কিন্তু তারা এখন ঝরে পড়েছে।’

সায়মা ফেরদৌস বলেন,তীর্যক মন্তব্যে একে অপরকে ঘায়েল করার যে প্রবণতা তৈরি হয়েছে এটি খারাপ।এটি অসভ্য মানুষের লক্ষণ।

দুঃখজনক হলেও সত্য,সমাজের বিভিন্ন গোষ্ঠী থেকে এই ব্যাশিং কালচার প্রমোট করা হয়।’

তিনি আরো বলেন,কখনও কখনও মেনে নেওয়া মানে হেরে যাওয়া নয়।যুক্তিতে হেরে যাওয়াটাও একটি গ্রোথ।আমার কাছে যুক্তি না থাকলে আমি পড়াশোনা করে এসে যুক্তি দেব।

হেরে কেউ যাবো না,এই চিন্তা খুব খারাপ।আমারা যুক্তি-তর্ক করবো,সঙ্গে সঙ্গে একে অপরকে সম্মান করব,সিনিয়র-জুনিয়রের মধ্যে সম্মান থাকবে।’

নিজেকে একজন প্রতিবাদী মানুষ হিসেবে পরিচয় করিয়ে তিনি বলেন,’আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সম্পূর্ণ বিপক্ষে। তার মানে তো এই না যে,যে যা খুশি বলে যাবে।

আরও খবর

Sponsered content