প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ৬:২৩:৩০ প্রিন্ট সংস্করণ
রাজশাহী প্রতিনিধি।।রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় রোববার বিকেলে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন।রাজশাহী থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘রাজকীয় পরিবহন’ বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।নিহতদের একজন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ সীমানা বিবাদকে বড়িয়ে দায়িত্ব নিতে অস্বীকার করলে জনতা ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষুব্ধরা বেলপুকুরিয়া থানার ওসি ও এক এসআইকে আটক করে,এসআইকে কান ধরে দাঁড় করিয়ে রাখে।এরপর ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ হয়ে চার ঘণ্টার বেশি যানজট সৃষ্টি হয়।
পুলিশ জানায়, বাসচালক দুর্ঘটনার পর পালিয়ে গিয়েছিল। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।















