প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ১:৪০:০৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।রাজধানী ও আশেপাশের এলাকায় বিস্তৃত চাঁদাবাজি,লুটপাট,অপহরণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে রাতের আধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘জুলাই যোদ্ধা’ সুরভীকে গ্রেপ্তার করেছে।তার বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকার চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,সুরভী সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত ও নষ্টপ্রবণ শ্রেণীর ছেলেমেয়েদের দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিতো।স্থানীয়রা জানাচ্ছেন, তার তত্ত্বাবধানে শহরের বিভিন্ন এলাকায় মোব,লুটপাট, চাঁদাবাজি এবং অপহরণ করা হত।
আইন-শৃঙ্খলা বাহিনী জানাচ্ছে,গ্রেপ্তারকৃত ব্যক্তি বিভিন্ন অপরাধমূলক চক্রের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিশেষজ্ঞরা বলছেন,এই ধরনের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সামাজিক সচেতনতা ও প্রয়োজনীয় মানসিক ও পুনর্বাসনমূলক উদ্যোগ নেওয়া জরুরি।

















