সারাদেশ

রহমতপুরে পরিতোষের জমির উপর দৃষ্টি পড়েছে জাকির গংদের

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৪ , ৩:০২:৩৭ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি।।রহমতপুর ক্যাডেট কলেজ সংলগ্ন প্রতাপপুরে পরিতোষ চন্দ্র ঘোষ এর ৭ একর ৭৮ শতাংশ জমিতে দৃষ্টি পড়েছে স্থানীয় জাকির গং এর।গত ১৮ আগস্ট এই বাহিনী সশস্ত্র অবস্থায় জমি দখল করে সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়।পরবর্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ধারা জারি করে।

পরিতোষ চন্দ্র ঘোষ জানান,তিনি ওয়ারিশ সূত্রে জমির মালিক এবং দীর্ঘদিন পর্যন্ত ভোগ দখলে আছেন।সম্প্রতি স্থানীয় জাকির হোসেন,এনায়েত আলী খা,শামিম খা,ফারুক সন্যামত দলবল নিয়ে জমিতে জোর করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। বাধা দিলে এরা আমার উপর ঝাঁপিয়ে পড়ে।এসময় পাশ্ববর্তী লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা হুমকি দিয়ে চলে যায়।

পরিতোষ এ ঘটনায় মামলা করলে আদালত ১৪৪ ধারা জারি করেন।বাদি জানান,দুর্বৃত্তরা এখন তাকে নানা হুমকি দিচ্ছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।এব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

উপরোক্ত বিষয়ে বরিশালের স্থানীয় এক পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিবাধীরা আরোও বেপোরোয়া হয়ে উঠে বলে এক সূত্র জানায়।

আরও খবর

Sponsered content