জাতীয়

রমজানে মানুষের মধ্যে কোনো হাহাকার নেই-বানিজ্য মন্ত্রী, টিপু মুনশি

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৩ , ১:২৩:৪১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সরকার প্রতি মাসে ৭ থেকে ৮০০ কোটি টাকা ভর্তুকিমূল্যে টিসিবি পণ্য অসচ্ছলদের মধ্যে বিক্রি করায় এ রমজানে মানুষের মধ্যে কোনো হাহাকার নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (৯ এপ্রিল ) রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দের করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

টিপু মুনশি বলেন,মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভালো আছে।

বাণিজ্যমন্ত্রী বলেন,বাংলাদেশের মুদ্রাস্ফীতি ৯ শতাংশ হলেও বিএনপির দরদের দেশ পাকিস্তানে এটি ৩৫ শতাংশ। বিএনপির উচিত বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ নিয়ে সমালোচনা করা।

এ সময় রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর,জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যরা।

আরও খবর

Sponsered content