প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২২ , ৩:৫১:৩৬ প্রিন্ট সংস্করণ
টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।যৌতুকের জন্য স্ত্রীর মর্যাদা পাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে, কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়ন,শাহপরীরদ্বীপ,৭নং ওয়ার্ড মাঝের পাড়া এলাকার বাসিন্দা স্বামী জেলে রহিম উল্লাহর বিরুদ্ধে।এতে সংবাদ সম্মেলন করেছেন অসহায় হুমাইরা আক্তার। বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর ২০২) দুপুরে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।স্বামী রহিম উল্লাহ, শাহপরীরদ্বীপ,মাঝের পাড়া এলাকার মোঃ শফির ছেলে,পেশায় একজন জেলে।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী হুমাইরা বলেন,দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গেল ১০-৪-২২ ইংরেজি তারিখে ১০ লক্ষ টাকা মোহরানা ধার্য করে নোটারী মূলে শরীয়াভিক্তিক আমার বিয়ে হয়,মোঃ শফির পুত্র রহিম উল্লাহর সাথে,বিয়ের পর কয়েকমাস সুখে শান্তিতে সংসার চলে।
কিন্তু গত দু মাস ধরে আমার স্বামী রহিম উল্লাহর মা-বাবা যৌতুকের জন্য চাপ দিতে থাকেন এবং স্বামী মোটরসাইকেল দেওয়ার জন্য প্রায় সময় নির্যাতন ও দ্বিতীয় বিয়ের হুমকি দিয়ে আচ্ছে।আমার বাবা জেলে,সামান্য আয় দিয়ে আমাদের সংসার চলে,আমার বাবা যৌতুকের টাকা এবং মোটরসাইকেল দিতে না পারায়,আমাকে আনুষ্ঠানিকভাবে তার ঘরের বউ হিসাবে নিতে চাইনা।
যৌতুকের বিরুদ্ধে আমি আইনের সহযোগিতা নিবো, আমার অসহায় পরিবার কে বিভিন্ন ভাবে হয়রানির সহ হুমকি ধামকি দিয়ে আসছে।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতি চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-হুমায়রা বেগমের মা রশিদা বেগম, বড় বোন মনোয়ারা বেগম,তার ভাই শাহাব উদ্দিনসহ তার পরিবারের সদস্যরা।

















