আন্তর্জাতিক

যোদ্ধারা ইউক্রেইন থেকে সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় প্রবেশ করেছে

  প্রতিনিধি ২৪ জুন ২০২৩ , ২:১৭:২৬ প্রিন্ট সংস্করণ

0Shares

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ক্রেমলিনের বিদ্রোহের অভিযোগের মুখে থাকা রাশিয়ার মিলিশিয়া বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রোস্তভ-অন-ডন শহরে দেশটির দক্ষিণাঞ্চলীয় সামরিক বাহিনীর সদরদপ্তরে প্রবেশ করেছেন বলে দাবি করে ভিডিও পোস্ট করা হয়েছে।

একটি ভিডিওতে প্রিগোজিন বলেছেন,তারা সেনারা রোস্তভ-অন-ডন শহর অবরোধ করবে এবং প্রতিরক্ষামন্ত্রী সেগেই শোইগু ও জেনারেল ভ্যালেরি গেরাসিমোভ এসে তার সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত তার সেনারা মস্কোর দিকে এগোতে থাকবে।

তিনি বলেন,আমরা এখানে এসেছি,আমরা চিফ অব জেনারেল স্টাফ ও শোইগুকে অভ্যর্থনা করতে চাই।তারা না আসা পর্যন্ত আমরা এখানে থাকবো,আমরা রোস্তভ শহরকে অবরোধ করবো ও মস্কোর দিকে এগিয়ে যাবো।”

ওয়াগনারপন্থি একটি চ্যানেলে পোস্ট করা পৃথক আরেকটি ভিডিওতে প্রিগোজিনকে দুইজন জেনারেলের মাঝে বসে থাকতে দেখা গেছে,তাদের মধ্যে একজন হলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেকসিভ,যিনি এর আগে একটি ভিডিও পোস্ট করে ওয়াগনার প্রধানকে ‘থামার’ অনুরোধ জানিয়েছিলেন।

এর আগে টেলিগ্রাম অ্যাপে করা এক অডিও পোস্টে ইয়েভগেনি প্রিগোজিন জানিয়েছিলেন,তার বাহিনীর যোদ্ধারা ইউক্রেইন থেকে সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় প্রবেশ করেছে এবং তারা মস্কোর সামরিক বাহিনীর বিরুদ্ধে যেতে প্রস্তুত।

বার্তা সংস্থা তাস জানিয়েছে, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রিগোজিনের মধ্যে দীর্ঘ দিন ধরে চলা অচলাবস্থার খবর সামনে আসার পরই রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে।

বেসরকারি সামরিক কোম্পানি ওয়াগানারের বাহিনীগুলোকে প্রিগোজিনের আদেশ অগ্রাহ্য করতে এবং তাকে গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছে এফএসবি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক অডিও রেকর্ডিংয়ে প্রিগোজিন বলেছেন, ওয়াগনার যোদ্ধারা রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভে প্রবেশ করেছে এবং তিনি ও তার লোকেরা তাদের পথে যেই দাঁড়াবে তাকেই ধ্বংস করে দেবে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares