প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৭:০৮:৫২ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশ ও পাকিস্তানসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে এবং পরবর্তী পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়,
কনস্যুলার অফিসারদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়,ভিসা আবেদন যাচাইয়ের ক্ষেত্রে ‘পাবলিক চার্জ’ আইনের কঠোর প্রয়োগ করা হবে। এই আইনের আওতায়,কোনো আবেদনকারী ভবিষ্যতে মার্কিন সরকারের সামাজিক নিরাপত্তা ভাতা বা অন্যান্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন—এমন আশঙ্কা থাকলে তার ভিসা বাতিল করা যাবে।
নতুন নির্দেশনায় আবেদনকারীর বয়স,শারীরিক ও মানসিক স্বাস্থ্য,ইংরেজি ভাষায় দক্ষতা,আর্থিক সক্ষমতা,দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজনীয়তা এবং কর্মসংস্থানের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে।
এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগগট বলেন,
‘আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মূল্যায়ন করব কোনো বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে গিয়ে অতিরিক্ত সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হবেন কি না। যাদের ক্ষেত্রে সে ধরনের ঝুঁকি থাকবে, তাদের ভিসা আবেদন বাতিল করা হবে।’
উল্লেখ্য,২০০২ সালের বিধি অনুযায়ী কনস্যুলার কর্মকর্তারা পাবলিক চার্জের ভিত্তিতে ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।তবে ২০১৯ সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন এই নীতিকে আরও কঠোর করে।পরবর্তীতে বাইডেন প্রশাসন এর কিছু বিধিনিষেধ শিথিল করলেও সাম্প্রতিক পুনঃমূল্যায়নের অংশ হিসেবে এবার ব্যাপক পরিসরে দেশভিত্তিক স্থগিতাদেশ জারি করা হয়েছে।
স্থগিতাদেশপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ,পাকিস্তান,আফগানিস্তান,ইরান,ইরাক,সোমালিয়া,রাশিয়া,থাইল্যান্ড,নাইজেরিয়া,ব্রাজিল ইয়েমেনসহ আফ্রিকা,এশিয়া,ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাম।
বিশ্লেষকদের মতে,এই সিদ্ধান্তের ফলে পরিবারভিত্তিক অভিবাসন,ডাইভার্সিটি ভিসা (ডিভি লটারি) ও অন্যান্য ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীরা অনিশ্চয়তার মুখে পড়তে পারেন।












