প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ৯:৪৩:৫১ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক।।যুক্তরাষ্ট্রের বিচার ইতিহাসে একটি ব্যতিক্রমী ও গর্বের মুহূর্তের সাক্ষী হলো বিশ্ব।নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন সোমা সাঈদ।তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান,যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন।

বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্ট হাউসে আয়োজিত শপথ অনুষ্ঠানে উচ্চপদস্থ বিচারপতি,সরকারি কর্মকর্তা ও বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রচলিত রীতির পাশাপাশি পরিবেশন করা হয় বাংলাদেশের জাতীয় সংগীত—যা প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল এক আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্ত।পরে পবিত্র কোরআন স্পর্শ করে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হয়ে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হন সোমা সাঈদ।তাঁর এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়; এটি যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য এক অনন্য গর্বের প্রতীক।
বিশ্লেষকদের মতে,এই শপথ যুক্তরাষ্ট্রের বহুসাংস্কৃতিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাস্তবতার একটি শক্তিশালী বার্তা বহন করে।যোগ্যতা,অধ্যবসায় ও সততার মাধ্যমে জাতিগত পরিচয় বা অভিবাসী পরিচয় কখনোই অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় না—সোমা সাঈদের এই অর্জন তারই বাস্তব প্রমাণ।











