প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ৮:২৮:০৯ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার জন্য ব্যবহৃত হয়েছিল। তবে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা মনে করেন,ট্রাম্প সম্ভবত বিভিন্ন সরঞ্জামের সংমিশ্রণকেই গোপন অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন,যা আলাদা অস্ত্র নয়।

মার্কিন বাহিনী অভিযান চলাকালীন সাইবার সরঞ্জাম এবং বিদ্যমান শব্দ ব্যবস্থা ব্যবহার করে ভেনেজুয়েলার প্রতিরক্ষা বিভ্রান্ত করেছে।যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে “অ্যাকটিভ ডিনায়েল সিস্টেম” (এডিএস) নামে একটি তাপ বিকিরণ অস্ত্র ব্যবহার করছে,যা মানুষের ত্বকে তাপ অনুভূতি সৃষ্টি করে,কিন্তু প্রাণঘাতী নয়। তবে মাদুরোকে আটক করার সময় এ অস্ত্র ব্যবহার করা হয়েছে কি না তা নিশ্চিত নয়।
অভিযান শুরু হয় ৩ জানুয়ারি,রাডার ও আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে মার্কিন হেলিকপ্টারগুলোকে এগোতে সুবিধা দেওয়া হয়। ২০টি স্থল ও সামুদ্রিক ঘাঁটি থেকে ১৫০টির বেশি বিমান ব্যবহার করা হয়।বিশেষজ্ঞদের ধারণা,হিগুয়েরো শহরে হামলার জন্য একমুখী ড্রোনও ব্যবহার হতে পারে।
মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কের আদালতে হাজির করা হচ্ছে।ঠিক কোন স্থানে এবং কীভাবে মাদুরোকে আটক করা হয়েছে,তা এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি।












