আন্তর্জাতিক

যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব পদত্যাগ

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৩ , ৪:২৮:৪১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব পদত্যাগ করেছেন।রাবের বিরুদ্ধে এক স্বাধীন তদন্তে সরকারি কর্মকর্তাদেরকে তার নিপীড়নের বিষয়টি বেরিয়ে আসার পর তিনি পদত্যাগ করলেন।

তবে রাব তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ বলে সমালোচনা করেছেন।রাবের আচরণ নিয়ে অভিযোগ আসার পর এ নিয়ে স্বতন্ত্র তদন্ত শুরু হয়েছিল।

রাব একইসঙ্গে বিচার মন্ত্রীও।তার আচরণ নিয়ে পূর্ণ তদন্ত প্রতিবেদনে দেখা গেছে,তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে অপমানজনকভাবে আচরণ করতেন এবং ভয়ভীতি দেখাতেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রেক্সিটমন্ত্রী থাকার সময়ও তিনি স্টাফ সদস্যদের সঙ্গে রূঢ় আচরণ করতেন।তার আচরণ নিয়ে এমন ৮ টি আনুষ্ঠানিক অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের হাতে আসার একদিন পর রাব শুক্রবার পদত্যাগের ঘোষণা দিলেন।

রাবের পদত্যাগপত্র খুব দুঃখের সঙ্গে গ্রহণ করছেন বলে জানিয়েছেন সুনাক।ওদিকে,তদন্তের ফলের সমালোচনা করে রাব বলেছেন, “এ ধরনের তদন্ত সুসরকার পরিচালনায় বিপজ্জনক নজির স্থাপন করেছে এবং কর্মকর্তাদের জন্য মন্ত্রীদেরকে নিশানা করার পথ খুলে দিয়েছে।”

তদন্ত পরিচালনাকারী অ্যাটর্নি অ্যাডাম টোলি বলেছেন, “রাব এমনভাবে আচরণ করতেন যা ছিল ভয় পাইয়ে দেওয়ার মতো।তিনি ছিলেন আগ্রাসী এবং তার নেতৃত্বের ধরণে শাস্তিমূলক পন্থা ছিল।”

রাব তার স্টাফদের সঙ্গে মানহানিকর আচরণ করা কিংবা অশ্রদ্ধা করার কথা অস্বীকার করে বলেছেন, তিনি সবসময়ই পেশাগত আচরণ প্রদর্শন করেছেন। তবে পদত্যাগের বিষয়ে তিনি বলেন,আগেই প্রতিশ্রুতি দেওয়ার কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য।

মন্ত্রীদের আচরণবিধি অনুযায়ী, সহকর্মী ও অন্যান্য সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ আচরণ করাটাই নিয়ম। সেখানে হয়রানি,বৈষম্য এবং নিপীড়নের কোনও স্থান নেই।

আরও খবর

Sponsered content