প্রতিনিধি ৫ মার্চ ২০২৫ , ৬:০০:৩৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় কালাবদর নদীতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ছাড়াই মৎস্য অধিদপ্তরের অভিযান চালানো নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযানের সময় জেলেদের ট্রলারের ওপর অভিযানকারী দলের স্পিডবোট উঠে গেলে মেরাজ ফকির (৪০) নামে এক জেলে নিহত হন। তবে গতকাল মঙ্গলবার ওই জেলের পরিবারের সঙ্গে ৫ লাখ টাকায় মৎস্য অধিদপ্তর কর্তৃপক্ষ সমঝোতা করেছে। কিন্তু কেন অভিযানের সময় পুলিশের সাহায্য নেওয়া হলো না- তার সদুত্তর দিতে পারেননি অধিদপ্তরের কেউ।বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেছেন মেহেন্দীগঞ্জের ইউএনও (দায়িত্বপ্রাপ্ত) মশিউর রহমান।নিহত মেরাজ মেহেন্দীগঞ্জের মিয়ারচর গ্রামের ফখরুল ইসলাম ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান,সোমবার রাতে মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের মেরিন ফিশারিজ কর্মকর্তা সুকান্ত কুমার রায় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া নদীতে অভিযানে যান।কালাবদর নদীর শ্রীপুর এলাকা থেকে বেশ কিছু জাল উদ্ধার এবং জেলে মো. রবিউলকে আটক করেন তারা।খবর পেয়ে মেরাজ সঙ্গী জেলেদের নিয়ে ট্রলারে করে আটক তাঁর ভাই রবিউলকে ছাড়িয়ে আনার চেষ্টা করেন।এ সময় জেলেদের ট্রলারের ওপর মৎস্য অধিদপ্তরের স্পিডবোট উঠিয়ে দেওয়া হলে গুরুতর আহত হন মেরাজ।রাত সাড়ে ১০টায় আহত মেরাজকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে মো. সোহাগ বলেন,একটি নৌকায় ৪-৫ জেলেকে নিয়ে রবিউলকে ছাড়িয়ে আনতে গিয়েছিল মেরাজ।তখন অভিযানকারী দলের থেমে থাকা স্পিডবোট দ্রুতগতিতে ওই নৌকার ওপর উঠিয়ে দেওয়া হয়।
মেরাজের স্ত্রী রোজিনা বেগম বলেন,আমার দুই সন্তান এতিম হয়েছে।আমরা ক্ষতিপূরণ নিয়েছি।এ জন্য কেউ আমাদের চাপ দেয়নি।
এ বিষয়ে মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন ফোন ধরেননি। মৎস্য অধিদপ্তর-বরিশালের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন,নিষেধাজ্ঞা অমান্য করে মাছ নিধন বন্ধে আমাদের একটি দল সোমবার রাতে কালাবদর নদীতে অভিযান চালায়।তখন দুর্ঘটনায় এক জেলে নিহত হয়।
মেহেন্দীগঞ্জের ইউএনও মশিউর রহমান বলেন,জেলের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ,আশ্রয়ণকেন্দ্রে ঘর, একটি বকনা বাছুর,ভিজিডি কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, স্পিডবোটের ধাক্কায় এক জেলে মারা গেছে শুনেছি।তবে থানায় কেউ অভিযোগ করেনি।ঘটনার শিকার পরিবার হয়তো মামলা না করে ক্ষতিপূরণ নিতে পারে।











