সারাদেশ

মেহেন্দিগঞ্জ–হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবি: নিখোঁজ ৪

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ৩:৪৭:৩৭ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ–হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবি: নিখোঁজ ৪

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার মধ্যবর্তী মেঘনা নদীতে একটি জেলের ট্রলার ডুবে চার জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে একজন জীবিত ফিরে এসেছেন।

নিখোঁজ জেলেরা হলেন—হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭),আরিফ হোসেন(১৯),শাহীন (১৭) ও নয়ন (১৯)।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৪টার দিকে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে।বিষয়টি নিশ্চিত করেন ট্রলারে থাকা জেলে শামিম হোসেন দিদার (২৫)।তিনি ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের সাজাহান দিদারের ছেলে।

শামিম হোসেন দিদার জানান,শুক্রবার রাতে পাঁচজন জেলে একটি ট্রলারে করে বাড়ির পাশের মেঘনা নদীতে মাছ ধরতে যান।মাছ ধরার জন্য জাল পেতে ট্রলারটি নোঙর করে তাঁরা ঘুমিয়ে পড়েন।রাত আনুমানিক ৪টার দিকে হঠাৎ ট্রলারটি দুলে উঠে ডুবে গেলে ঘুমন্ত অবস্থায় সবাই নদীতে ছিটকে পড়েন। পরে তাঁরা তীরে ওঠার চেষ্টা করেন।একপর্যায়ে অন্য জেলেদের সহায়তায় তিনি তীরে উঠতে পারলেও বাকি চারজন আর উঠতে পারেননি।

তিনি আরও জানান,দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত না হলেও তাঁর ধারণা,কোনো যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যেতে পারে।

স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ মৃধা জানান,ঘটনার পরপরই একজন জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ চার জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নৌ-পুলিশ কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ (ওসি) মো. এনামুল হক বলেন,“সংবাদ পেয়ে আমরা খোঁজখবর নিয়েছি।ঘটনাটি পাশ্ববর্তী হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন এলাকায় ঘটেছে।”

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন,“ঘটনার পরদিন দুপুরে বিষয়টি জানতে পেরেছি। তাৎক্ষণিকভাবে হিজলার নৌ-পুলিশকে নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় জেলে ও স্বজনরা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।স্থানীয়দের ধারণা,গভীর রাতে চলাচলকারী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যাওয়াই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

আরও খবর

Sponsered content