প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৭:১৩:৫৭ প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্ট।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালাবদর নদীতে পড়ে হাবীব মাঝির মৃত্যুর ঘটনায় কোস্টগার্ডকে জড়িয়ে যে সংবাদ ও অপপ্রচার ছড়ানো হচ্ছে,তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

প্রকৃত ঘটনা হলো—হাবীব মাঝি হঠাৎ স্ট্রোক করলে ভারসাম্য হারিয়ে কালাবদর নদীতে পড়ে যান।এ সময় সেখানে উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও তিনি পানিতে ডুবে মারা যান।ঘটনার সঙ্গে কোস্টগার্ডের কোনো ধরনের মারধর বা সহিংসতার সম্পৃক্ততা নেই।
নিহতের স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে যাচাই-বাছাই ছাড়াই কোস্টগার্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে একটি রাষ্ট্রীয় বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
এ ধরনের ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।একই সঙ্গে,প্রকৃত সত্য উদঘাটনের আগে কাউকে দোষারোপ না করার এবং দায়িত্বশীল সাংবাদিকতার অনুশীলনের দাবি জানানো হয়।
নিহত হাবীব মাঝির আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং ভবিষ্যতে এমন অপপ্রচার রোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।













