প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৩:৩৭:০৫ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জে হঠাৎ করেই জেঁকে বসেছে শীত।ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ,ফলে সূর্যের দেখা মিলছে দেরিতে। সকাল–সন্ধ্যায় ঠান্ডা বাতাসের প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা।

শীতের প্রকোপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ,দিনমজুর ও নদীনির্ভর পেশাজীবীরা।কাজে বের হতে না পেরে আয়-রোজগারে ভাটা পড়ছে অনেকের।শীত থেকে বাঁচতে বিভিন্ন স্থানে মানুষকে আগুন জ্বালিয়ে কিংবা গরম কাপড়ে নিজেকে মুড়িয়ে রাখতে দেখা যাচ্ছে।
বিশেষ করে শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করছেন স্থানীয় চিকিৎসকরা।আবহাওয়া এমনই থাকলে আগামী কয়েক দিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।













