সারাদেশ

মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১:৫৯:০২ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন  কর্মসূচি অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।লাগাতার কর্মবিরতির মধ্যে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায় এবং ২০২৩ ও ২০২৫ ব্যাচের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ‘অন্যায় শোকজ’ প্রত্যাহারের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ডিসেম্বর) সকাল ১০টায় সহকারী শিক্ষকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মিরন,সহ-সভাপতি আলী হোসেন মলিন, মোহাম্মদ হোসেন,সাইফুল্লাহ মিজান,যুগ্ম-সম্পাদক আবু সাঈদ,মাকসুদুর রহমান,মাকসুদুর রহমান,মোঃ ফয়সাল, মোঃ জসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন প্রমুখ।

বক্তারা বলেন,কোনো তদন্ত ছাড়াই সারাদেশের নতুন নিয়োগপ্রাপ্ত শত শত সহকারী শিক্ষককে অন্যায়ভাবে শোকজ করা হয়েছে—যা সম্পূর্ণ অযৌক্তিক ও শিক্ষক সমাজকে অপমান করার শামিল। তারা অবিলম্বে এসব শোকজ আদেশ প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন,অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব ঘোষিত ১১তম গ্রেড বাস্তবায়ন এখন সময়ের দাবি।দ্রুত প্রজ্ঞাপন জারি করে সেটি কার্যকর করা গেলে দেশের শিক্ষকেরা আবার শ্রেণিকক্ষে ফেরার সুযোগ পাবেন।দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে সহকারী শিক্ষকদের দাবীর সাথে সংহতি প্রকাশ করে অতিদ্রুত বাস্তবায়ন করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানান বাংলাদেশ শিক্ষক সমিতির মেহেন্দিগঞ্জ উপজেলার সভাপতি নুর নবী মোঃ ফরিদ উদ্দিন,দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লাসহ সকল প্রধান শিক্ষকগন।

মানববন্ধন শেষে শিক্ষা অফিসার মোঃ মঈনুল ইসলাম এর মাধ্যমে মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন সহকারী শিক্ষকগন।

শিক্ষা অফিসার বলেন,তাদের দাবি সহানুভূতির সাথে বিবেচনায় নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রেরন করবেন একই সাথে শিক্ষকদের কচিকাঁচা শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে কর্মবিরতি প্রত্যাহার করে পরিক্ষা কাজে সহযোগিতার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content