প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৫ , ৩:০১:৫৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাটে বন্দরের তেতুলতলা ব্রিজ এলাকায় রাতের আঁধারে ঘর তুলে মোঃ হানিফ রাঢ়ীর বায়না সুত্রে মালিকানা জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সময় ভুক্তভোগী পুলিশি হেল্প লাইন ৯৯৯ এ কল দিলে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পান।
পরে জমিতে প্রতিপক্ষের ঝুলানো সাইনবোর্ড নামিয়ে ফেলেন পুলিশ।
শুক্রবার (৫ডিসেম্বর ) ২০২৫ তারিখ ভোরে সরেজমিনে গিয়ে জানা যায়,পৌরসভার কালিকাপুর ওয়ার্ডে হানিফ রাঢ়ীর বায়না সুত্রে মালিকানা জমিতে টিনের ঘর তুলে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয় প্রতিপক্ষ ইয়াসিন বেপারী গংদ্বয়।
স্থানীয়রা জানান,ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধী জমি উভয় পক্ষই মালিকানা দাবীদার।
হানিফ রাঢ়ী একজন ভাঙ্গারি ব্যবসায়ী।
ঘটনার দিন রাতে ওই জমিতে ঘর তুলতে গিয়ে হানিফ রাঢ়ীর ভাঙ্গারি মালামাল ফেলে দেওয়াসহ লুট করার অভিযোগ।
ভুক্তভোগী হানিফ রাঢ়ী থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন,আমি পেশায় একজন ভাঙ্গারী ব্যবসায়ী।বিবাদীরা আমার অধিকারভুক্ত জমি জোড়পুর্বক ভোগ দখল করিতেছে। যাহা নিয়া স্থানীয় শালিস বৈঠকে বসিলে বিবাদীরা উপেক্ষা করে চলে যায় এবং স্থানীয় প্রভাব খাটিয়ে আমার জমিতে অবৈধ দখল চলমান রাখে।
গত ২-১১-২৪ ইং প্রথম স্বাক্ষী দলিল উদ্দিন দুলাল রাঢ়ীর নিকট হইতে আমি সর্বোমোট ৩২ লাখ টাকা মুল্য ২৮লাখ টাকা বায়না প্রদান পুর্বক নিন্ম তফসিল ভুক্ত জমি ক্রয় করি।বর্তমানে বিজ্ঞ আদালতে বিবাদীদের সহিত এ বিষয়ে একটি মামলা চলমান রয়েছে।কিন্তু বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে আমার উপর জোর জুলুম করতঃ উক্ত জমি নিজেদের দখল নিয়ে গেছে।ঘটনার তারিখ ও সময় রাতের আঁধারে বিবাদীরা সম্মিলিত হইয়া আমার ভাঙ্গারি ব্যবসায়ের দেড় লক্ষ টাকার মালামাল সরিয়ে নিয়া নিজেদের ইচ্ছা মত জমিতে বেড়া দিয়া সীমানা নির্ধারন করে।অতপর আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯এ ফোন করিলে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাদীদের অবৈধ কাজে বাঁধা প্রদান করে। বিবাদীরা অত্যন্ত হিংস্র এবং আক্রমনাত্নক। ইতোমধ্যে একাধিকবার এবং পুলিশ চলে আসার পর আমি ও আমার পরিবারের লোকজনদের ভয়ভীতিসহ খুন জখমের হুমকি প্রদান করে। ইহা নিয়ে আমাদের উভয় পক্ষের মধ্যে বিরোধ চলমান থাকায় স্থানীয় আইন শৃঙ্খলা বিঘ্ন হইবার সম্ভাবনা আছে। এমতবস্থায় বিরোধীয় জমির সুষ্ঠু বন্টন একান্ত প্রয়োজন।
এদিকে অভিযুক্ত ইয়াসিন বেপারি গং রাতে ঘর উঠানোর বিষয়টি স্বীকার করে বলেন, আমার জায়গাতেই আমি ঘর তুলেছি।
মেহেন্দিগঞ্জ থানার (ওসি) মোঃ ফখরুল ইসলাম বলেন, এ বিষয়ে উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে













