সারাদেশ

মেহেন্দিগঞ্জে মজিববর্ষের ঘর পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬টি দপ্তরে আবেদন

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:৫৪:৩৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের এক হতদরিদ্রের পরিবারের সন্তান রাসেল মোল্লা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গৃহহীনদের আশ্রয়ের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মাথা গোঁজার ঠাঁই পেতে আশ্রয়ণ প্রকল্পের বাসস্থানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করছেন।গতবছরের ৭ সেপ্টেম্বর বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬টি দপ্তরে প্রেরণ করা হয়েছে।

আবেদনটিতে যা উল্লেখ করা হয়েছে-আমি একজন কৃষক পরিবারের সন্তান।আমার জন্ম ৩০ অক্টোবর ১৯৯৬ আমরা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় পড়ালেখা করে শিক্ষিত হতে পারিনি।তাই দিনমজুরি রাজযোগালীর কাজ করে সংসার পরিচালনা করছি।আমার বাবা দরিদ্র কৃষক।দীর্ঘদিন ধরেই অশ্বগেজ রোগে আক্রান্ত হয়ে অচল।আমার বাপ-দাদার ভিটেবাড়ি কালাবদর নদীর ভাঙন কবলে পড়ে হারিয়ে গেছে। বাবা-মা খেয়ে,না খেয়ে ছাপরা ঘরে বসবাস করে।আমি কাজের সন্ধানে ঢাকা গিয়ে কাজ না পেয়ে গ্রামে চলে আসছি।আমাদের পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় মানবতায় জীবন যাপন করতে হচ্ছে।আমার স্ত্রী-সন্তান নিয়ে গৃহহীন মাথা গোঁজার ঠাঁই নেই।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গৃহহীনদের আশ্রয়ের লক্ষ্যে বাসস্থানের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ আমি সাধুবাদ ও অভিনন্দন জানাই।বাহেরচর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন আশ্রয়ন প্রকল্প-২ এর ক্লাষ্টার-২ উত্তর পাশে আমার দাদা মোহাম্মদ হোসেন মোল্লার ওয়ারিশ সুত্রে আমার বাবা আবদুল হাফেজ মোল্লার বিএস ৩১ খতিয়ানে ৭শতক(শতাংশ) জমি থাকলেও উক্ত জমির ওপর দিয়ে জনসাধারণের চলাচলের রাস্তা নির্মাণ করা হয়েছে।আমার বাড়িঘর করার মতো সামর্থ্য নেই।আমার স্ত্রী-সন্তানের ভরণ-পোষণ করতেই হিমশিম খেতে হয়।আমার চার বছরের কন্যা সন্তান নুসরাত জাহানকে স্কুলে ভর্তি করা প্রয়োজন।আমার মাথা গোঁজার ঠাঁই একান্ত জরুরি।বাহেরচর মৌজায় অবস্থিত আশ্রয়ন প্রকল্প-২ এর ক্লাষ্টার-২ সংলগ্ন ১৩৯২ দাগ খাস জমির ৫ শতাংশ জমি সহ আশ্রয়ন প্রকল্প-২ আওতায় বাসস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি।এই আবেদনকারীর আবেদন পত্র অনুলিপি,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী,ভূমিমন্ত্রী, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) বরিশাল, জেলা প্রশাসক বরিশাল বরাবর প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content