প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১১:০২:৩৪ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জের চানপুর ইউনিয়নে আছমা বেগম (২৫) নামের এক বাক প্রতিবন্ধী যুবতীকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী গফুর বেপারির ছেলে সাইফুল ইসলাম এর বিরুদ্ধে।

গতকাল সোমবার (১২ জানুয়ারি ) সকাল ১১টার দিকে চানপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত প্রতিবন্ধী যুবতী ওই গ্রামের মোঃ আলতাফ হোসেনের মেয়ে।
এ ঘটনায় আহত ওই যুবতীকে স্থানীয়রা উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এখনো তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। হাসপাতালের বেডে আঘাতের যন্ত্রণায় চটপট করছেন।
আহতের পক্ষে মেহেন্দিগঞ্জ থানায় ঘটনার দিনই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এই বিষয়ে আহত বাকপ্রতিবন্ধী আছমার বেগম এর বোন হোসনে আরা বেগম বলেন,পূর্বশত্রুতার জেরে আমাদের উপর একের পর এক নির্যাতন চালিয়ে আসছে সাইফুল ইসলাম।তারই ধারাবাহিক ঘটনার দিন তাকে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে চলে যায় সাইফুল ইসলাম।পরে স্থানীয়দের সহযোগিতায় প্রতিবন্ধী বোন আছমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার ভাই।পুর্বশত্রুতার কারন হিসাবে বলেন, তাদের বাগান থেকে সুপারি টোকানোর অযুহাতে কয়েক মাস আগে প্রতিবন্ধী বোনকে মারধর করেছিলো।সে থেকে একের পর এক নানা অযুহাত তুলে মারধর করে।তার পেশিশক্তি আর ক্ষমতার দাপটে আমরা অসহায় হয়ে পড়েছি।
এই বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়ার বক্তব্য নেওয়া যায়নি।













