সারাদেশ

মেহেন্দিগঞ্জে নানা কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন

  প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৩ , ৫:১৬:৫৭ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।মেহেন্দিগঞ্জ উপজেলায় নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
বিজয়ের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়।

শনিবার সকাল সাড়ে ৮টায় মেহেন্দিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ ও থানা পুলিশ ও কালীগঞ্জ স্টেশন এর নৌ-পুলিশ।

পরে একে একে উপজেলা আওয়ামী লীগ,জাতীয় পার্টির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,হাসপাতাল,মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাব,মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটি,মেহেন্দিগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল আটটায় উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অফিস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,মুক্তিযোদ্ধা সমাবেশসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।নানা কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম মাহাফুজুল আলম লিটন,উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম,মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, বীরমুক্তিযোদ্ধা চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার,বীরমুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, মাই টিভির নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা শহীদ শাহ,ইদ্রিস আলী বেপারি, আব্দুল জব্বার কানন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীর,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির সভাপতি সাংবাদিক নজরুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।

বরিশাল -৪ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান এর নেতৃত্বে জাতীয় পার্টির মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু মুসা ও সাধারণ সম্পাদক আক্কাস আলী সিকদারসহ নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পাতারহাট সরকারি রসিক চন্দ্র (আরসি) কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী ও ক্রীড়া অনুষ্ঠান হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপস্থিত দর্শকরা তাৎক্ষণিক ১৯৭১ সালের দিন গুলোতে ফিরে যান।তাদের ব্যতিক্রমী শরীরচর্চা প্রদর্শনে মুগ্ধ হয় উপস্থিত সবাই।পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।এর পর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ।

আরও খবর

Sponsered content